নিজস্ব প্রতিবেদক:
হাইমচর উপজেলা কিশোরকন্ঠ পাঠক ফোরাম কর্তৃক কিশোরকন্ঠ পাঠ প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে কিশোরকন্ঠ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোরকন্ঠ উপজেলা পরিচালক আজমির হাসান তারেকের সভাপতিত্বে ও পি এম আরিফ হোসাইন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা সালাহ্ উদ্দিন।
তিনি বলেন, একজন আদর্শ মানুষ হওয়ার জন্য কিশোর কন্ঠ পাঠের বিকল্প নেই। এখানে তুমি কুরআন হাদিসের জ্ঞান থেকে শুরু করে উন্নত নীতি-নৈতিকতা অর্জন করে পার্থিব জীবনের কল্যাণ সাধনের দিকনির্দেশনা পেয়ে থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রথম দায়িত্ব হচ্ছে লক্ষ নির্ধারণ করা। তোমাকে তোমার সুপ্ত প্রতিভা খুঁজে সেই আলোকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। কারণ লক্ষহীন মানুষ কখনোই তার নিজ গন্তব্যে পৌঁছতে পারে না। ভালো মানুষ হওয়ার পূর্বশর্ত হচ্ছে নামাজ। তুমি যখন নামাজে মননিবেশ করবে তখন তুমি ভালো মানুষ হতে পারবে। বাংলাদেশের প্রতিটি জায়গায় দুর্নীতির ছড়াছড়ি সেখানে তোমাদেরকে নিজের নীতি ও নৈতিকতায় উন্নতি সাধন করে দেশের সম্পদে পরিণত হয়ে দুর্নীতি রোধ করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, যেই পিতা-মাতা তোমাকে সমস্ত কিছু শিখিয়েছে তার প্রতি তোমার অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। তোমার কথার দ্বারা যাতে কখনোই তারা কষ্টের সম্মুখীন না হয়। সর্বশেষ শিক্ষার্থীদের কাছে তিনি আশা ব্যক্ত করেন আজকের প্রোগ্রামে আলোচকদের আলোচনা থেকে থেকে যেন দু’তিনটি শব্দ নিজের মধ্যে লালন করে ব্যক্তি জীবনে উন্নতি সাধনের দিকে অগ্রসর হয়
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম চাঁদপুর শহর শাখার মহাপরিচালক মোঃ ফারুক হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরের সাবেক মহাপরিচালক নাঈম হোসাইন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম হাইমচর উপজেলার সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আবুল খায়ের ও মোঃ সাইফুল ইসলাম, উপজেলা দক্ষিণ পরিচালক ফাহাদ আব্দুল্লাহ সহ অন্যান্য শিক্ষক ও দায়িত্বশীলবৃন্দ।
কিশোর কন্ঠ পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বমোট ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম তিনজনকে নগদ অর্থ, ক্রেস্ট ও গিফট বক্স দেয়া হয় পরবর্তী ১০ জনকে ক্রেস্ট ও গিফট বক্স দেয়া হয় এবং ১১ থেকে ৩০ সিরিয়ালের শিক্ষার্থীদেরকে গিফট বক্স দেয়া হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।