
হাইমচরে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে রবি ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন উফসি ও হাইব্রিড সবজির বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎসাহ প্রদান এবং শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধিতে এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতির প্রতিফলন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় মোট ১৪০ জন কৃষককে হাইব্রিড সার ডিএপি ও এমওপি ১০ কেজি করে দেওয়া হবে। এছাড়া, ১২৫ জন কৃষককে সাত প্রকারের শাক-সবজি বীজ দেওয়া হবে। মাঠ পর্যায়ে আবাদযোগ্য এই বীজ ও সার বিতরণের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন এবং রবি মৌসুমে সবজি উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।।