
হাইমচরে গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
রোগী পরিবহনের সুবিধার্থে চাঁদপুরের হাইমচর উপজেলায় গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার একটি নতুন অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই সেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাত করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।
গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকরা জানান, হাইমচর উপজেলার রোগীদের দ্রুত ও নিরাপদে হাসপাতালে বা গন্তব্যে পৌঁছানোর জন্য এই সেবা চালু করা হয়েছে। তারা সকলের দোয়া কামনা করেন যাতে তারা রোগীদের সঠিক সেবা দিতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, খন্দকার আবুল কালাম আজাদ, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামাল হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ রিয়াজ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।