
হাইমচরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুরের হাইমচরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) হাইমচর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এই শোভাযাত্রাটি বের হয়।
বেলা ১১টায় তেলির মোড়ের জগন্নাথ মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আলগী বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন রায় চৌধুরী, সহ-সভাপতি রিপন সরকার এবং সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস এতে নেতৃত্ব দেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অঞ্জন, মিন্টু ঘোষ ও স্বপন। উপজেলা জুড়ে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপিত হয়।