হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন হয়েছে। বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে।
এ উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে হাইমচর উপজেলার নীলকমলের বারতহবিল চরে এক আলোচনা সভা ও নৌ র্যালির আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে এই কার্যক্রম সফল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ও কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম ফজলুল হক।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কংকন কুমার বিশ্বাস, নীলকমল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মনির শিকদারসহ মৎস্য প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা জাটকা নিধনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং জাটকা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সকল প্রকার জাটকা ধরা ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ মাছই জাটকা নামে পরিচিত। যেখানে এক কেজি ওজনের ইলিশের দৈর্ঘ্য কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার এবং দুই কেজির বেশি ওজনের ইলিশের দৈর্ঘ্য ৬০-৬২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। জাটকা সংরক্ষণ সপ্তাহের মূল উদ্দেশ্য হলো এই ছোট ইলিশগুলোকে বড় হতে দেওয়া, যা পরবর্তীতে ইলিশের প্রাচুর্য ফিরিয়ে আনবে।