হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু, আলোচনা ও নৌ র‍্যালি অনুষ্ঠিত

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন হয়েছে। বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে।

এ উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে হাইমচর উপজেলার নীলকমলের বারতহবিল চরে এক আলোচনা সভা ও নৌ র্যালির আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশ নেন।

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে হাইমচরের মেঘনায় একটি নৌ রেলি অনুষ্ঠিত হয়। ছবি: Banglaralo24 Tv

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে এই কার্যক্রম সফল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ও কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম ফজলুল হক।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাসরিন তৃষা। ছবিঃ Banglaralo24 Tv

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কংকন কুমার বিশ্বাস, নীলকমল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মনির শিকদারসহ মৎস্য প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা জাটকা নিধনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং জাটকা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সকল প্রকার জাটকা ধরা ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ মাছই জাটকা নামে পরিচিত। যেখানে এক কেজি ওজনের ইলিশের দৈর্ঘ্য কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার এবং দুই কেজির বেশি ওজনের ইলিশের দৈর্ঘ্য ৬০-৬২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। জাটকা সংরক্ষণ সপ্তাহের মূল উদ্দেশ্য হলো এই ছোট ইলিশগুলোকে বড় হতে দেওয়া, যা পরবর্তীতে ইলিশের প্রাচুর্য ফিরিয়ে আনবে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Categories

On Key

Related Posts

সিলেট ও চাঁদপুরে অনলাইনে মিলবে সব ধরনের জিডি সুবিধা

ডেক্স রিপোর্টঃ বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশি সেবা প্রাপ্তি আরও সহজ করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে, এখন থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ

ঝালকাঠিতে গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কচুয়ায় পুরাতন বছরকে বিদায় জানাতে এক গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার স্থানীয় যুব সমাজের উদ্যোগে

হোলি গিফট-এর বিশেষ ক্যাম্পেইনে বাইক বিজয়ী হলেন হাইমচর প্রেসক্লাব প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি: অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান Holy Gift কোম্পানির বিশেষ আলাদিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পেইনে ৪০০ জন বিজয়ীর মধ্যে প্রথম স্থান অর্জন করে বাইক জিতে নিলেন

হাইমচরে পহেলা বৈশাখ উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ বিজাতীয় অপসংস্কৃতি নয়, মুসলিম সংস্কৃতি-ই এদেশের ঐতিহ্য” এই স্লোগানকে সামনে রেখে হাইমচর উপজেলায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ

Contact

Social

© Copyright 2024 banglaralo24tv. All right reserved.