
হাইমচরে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ছবি: বাংলার আলো২৪ টিভি
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
গতকাল বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সাবেক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ্ এবং হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাইমচর বিতর্ক একাডেমির প্রধান পৃষ্ঠপোষক মাজহারুল ইসলাম শফিক।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের বিষয় ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”। এতে পক্ষ দল হিসেবে অংশ নেয় নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে ছিল চারভাঙ্গা উচ্চ বিদ্যালয়। জমজমাট এই বিতর্কের পর, চারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, এবং মুক্তিযোদ্ধা উপজেলা সাবেক কমান্ডার বারেক বকাউল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক অভিজিৎ রায় এবং হাইমচর বিতর্ক একাডেমীর সভাপতি ইমরান হোসাইন ইমরু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।