
হাইমচরে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতিমা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।নিহত ফাতিমা ওই বাড়ির সোলেমান গাজীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ফাতিমা আক্তার বাড়ির উঠোনে পুকুর পাড়ে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে সবার অলক্ষ্যে সে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ফাতিমাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতিমাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য টেলু পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সোলেমান গাজীর ৪ বছরের মেয়ে ফাতিমা আক্তার বাড়ির উঠোনে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে মারা গেছে। শিশুটির এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
শিশু ফাতিমার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।