
হাইমচরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হাইমচর উপজেলার প্রাথমিক শিক্ষকরা। একই সঙ্গে, কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষকদের ‘অন্যায় আবদার’ ও ‘উদ্ধতপূর্ণ আচরণের’ প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন তারা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হাইমচর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (রেজিঃ নং- ১৮০৮/৭৫) এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেয়ে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ করছেন। তারা এই ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শিক্ষকরা সরকারের প্রাথমিক শিক্ষাব্যবস্থা ও মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের কার্যক্রমকে সমর্থন করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাইমচর উপজেলা শাখার সভাপতি শেখ আবু জাফরের সভাপতিত্বে ও নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ সম্পাদক মোঃ সালাউদ্দিন এবং উপজেলা কমিটির নির্বাহী পরিষদের সভাপতি ইকবাল হোসেনসহ অন্য শিক্ষকরা।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি ভবানী শংকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক নিশেষ নারায়ন মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক মুশিউর রহমান, জাকারিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১৬ নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ওমর ফারুক, গীতা পাঠ করেন ১৩ নং ভিঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা রানী।