হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে বজ্রপাতে দিনমজুর আহত, উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৪টায় হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামে বজ্রপাতে জসিম শেখ (৪৬) নামের এক হতদরিদ্র দিনমজুর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জসিম শেখ বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত তার শরীরে আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রাথমিকভাবে দুই কানে শুনতে পাচ্ছেন না বলে জানা গেছে।
পরে তার স্ত্রী ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে, কানের সমস্যার কারণে উন্নত চিকিৎসার জন্য জসিম শেখকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।