নিজস্ব প্রতিবেদকঃ
মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক অর্জন করেছে হাইমচর থানা। মার্চ মাসে মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় থানাটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম হাইমচর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমনের হাতে এই শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীরের উপস্থাপনায় অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। সভায় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে, পুলিশ অফিস সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায়ও সভাপতিত্ব করেন পুলিশ সুপার। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হান্নান রনিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানা পুলিশ গত মার্চ মাসে মাদক নিয়ন্ত্রণ ও উদ্ধারে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তাদের এই বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশ এই শুভেচ্ছা স্মারক প্রদান করেছে।
শুভেচ্ছা স্মারক গ্রহণকালে হাইমচর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদক নির্মূলে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই অর্জনের মাধ্যমে হাইমচর থানা পুলিশ মাদক নিয়ন্ত্রণে আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।