হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
হাইমচর উপজেলায় এপ্রিল মাসের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে সকাল সাড়ে ১০টায় এই গুরুত্বপূর্ণ সভাটি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন।
এছাড়াও, উপজেলা প্রকৌশলী আশরাফুল হাসান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও পরিকল্পনা সভায় তুলে ধরেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে নিজ নিজ দপ্তরের সহযোগিতা ও কর্তব্যনিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল জামান, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার জুলফিকার আহসান মুরাদ, আলগী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কতোয়াল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং সচিবগণ উপস্থিত ছিলেন।