
হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদক কারবারি কানা জসিম আটক।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের এক বিশেষ যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তি, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, স্থানীয়ভাবে ‘কানা জসিম’ নামে পরিচিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
হাইমচর থানা সূত্রে জানা যায়, রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী, চাঁদপুর এবং হাইমচর থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আলগী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইব্রাহিম ভূঁইয়া জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে জসিমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত জসিম উদ্দিন ভূঁইয়া (৪০) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাকে গ্রেফতারের পর হাইমচর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ১৮, তারিখ- ৩১ আগস্ট, ২০২৫) রুজু করা হয়েছে। আজ তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, কানা জসিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন এবং তার এই কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে। তারা এই মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং একই সাথে অন্য মাদক কারবারিদেরও দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহ আলম জানান, “মাদক ব্যবসায়ী জসিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তাকে মাদকদ্রব্য আইনে রুজুকৃত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”