হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার রিয়াজুল জান্নাহ আম্বিয়া খাতুন মহিলা মাদরাসায় নতুন শিক্ষাবর্ষে সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার কালা চৌকিদার মোড় সংলগ্ন রিয়াজুল জান্নাহ আম্বিয়া খাতুন মহিলা মাদরাসা প্রাঙ্গণে এই সবক প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন এবং সবক প্রদান করেন ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার জামে মসজিদের খতিব মুফতি সালমান সাকী।
রিয়াজুল জান্নাহ আম্বিয়া খাতুন মহিলা মাদরাসার মহ্তামিম মাওলানা নজুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, আমেনা ইউনুস মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা কাউসার আহম্মদ, বিশিষ্ট আলেম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, গণ কবরস্থান জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম, খন্দকার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আহমেদ খন্দকার, বায়তুল জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনির।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজ্বী মোঃ আব্দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ দুলাল শেখ, মাওলানা মুজাহিদ, ছাত্র-ছাত্রী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।