হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি;
শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে চাঁদপুরের হাইমচর উপজেলায় বিএনপির মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার আলগী বাজারে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভার পূর্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ, থানার সম্মুখ হয়ে আলগী বাজার প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে হাইমচর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা উপস্থিত হন।
মিছিল শেষে সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।
শফিক পাটোয়ারী তিনি বলেন, স্বৈরাচার মুক্ত করার জন্য নূর হোসেন যেমন প্রাণ দিয়েছেন। তেমনি জুলাই গণঅভ্যর্থনে ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ থেকে পালিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তবে প্রান দিতে হয়েছে বহু ছাত্রের। স্বৈরাচার মুক্ত করে সাধারণ জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমরা সর্বক্ষণ রাজ পথে আছি থাকবো। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন স্বৈরাচারী মনোভাব পরিহার করে সুস্থতার রাজনীতিতে ফিরতে সকল নেতাকর্মীকে আহ্বান করেন।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ইছাহাক খোকন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, আজিজুল হক বাবুল, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক বিল্লাল হোসেন আখনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।