হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি ও সমাজ সেবক হিসেবে সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজ্বী মোহাম্মদ আলী আখন।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার চরভৈরবী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমৃদ্ধি কর্মসূচি এসডিএস চরভৈরবী কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং সমৃদ্ধি কর্মসূচি, এসডিএস-এর বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসডিএস-এর এলাকা ব্যবস্থাপক শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল। তিনিই মোহাম্মদ আলী আখনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি নিজ উদ্যোগে চরভৈরবী ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের মেরামত এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন। তার এই নিঃস্বার্থ সমাজসেবার স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ জনপ্রতিনিধি ও সমাজ সেবকের সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে এসডিএস সংস্থা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করে। মোহাম্মদ আলী আখনের এই স্বীকৃতি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।