নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৯নং গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি সেরাজুল ইসলাম মাল এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, আলগী দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাসার বাসু মাঝি, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম মাঝি, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন জোটন, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির লিটন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গোলাম মোস্তফা শেখ, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনছারি, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক সবুজ হোসাইন, যুগ্ম সম্পাদক মালেক রুমি, হাইমচর সরকারি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি আহসান হাবিব সহ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।