
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচরে ‘জুলাই বিপ্লবের’ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সোমবার (৪ আগস্ট) বিকেলে কালা-চৌকিদার মোড় সংলগ্ন মাঠে হাইমচর ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব ড. মোঃ সলিম উল্যাহ। তিনি ‘জুলাই বিপ্লবের’ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগ স্মরণে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন।উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। তিনি তার বক্তব্যে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এবং তিনি বলেন আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যেনো আর
হাইমচর সরকারি হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জুলফিকার হাসান মুরাদের সভাপতিত্বে এবং লেখক, উপস্থাপক ও ধর্মীয় আলোচক মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহিম পাটওয়ারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল এবং আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী, চাঁদপুর শিল্পীগোষ্ঠী নবসুর এবং হাইমচর উপজেলার নূরের খোঁজে শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ অংশে হাইমচর উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ৩ জনকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।