
হাইমচরে ৪ কিলোমিটার সড়ক যেনো এক মরণফাঁদ। Banglaralo24 Tv
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার হাওলাদার বাজার থেকে হাইমচর সরকারি মহাবিদ্যালয় ডিগ্রি ক্যাম্পাস পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। এই বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের নানা দুর্ঘটনার শিকার হতে হয়। অটোরিকশায় চলাচল করা শিক্ষার্থী-শিক্ষক এবং চালকরাও নিয়মিত আহত হচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, বালু ও ইট বহনকারী অতিরিক্ত বোঝাই ট্রাক্টর চলাচলের কারণেই সড়কের এই বেহাল দশা। বৃষ্টির দিনে গর্তে পানি জমে থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও এই সড়কের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী আশরাফুল হাসান জানিয়েছেন, সড়কটি সংস্কারের জন্য তারা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন এবং বরাদ্দ এলেই দ্রুত কাজ শুরু করবেন।