হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচরে পঞ্চম শ্রেণির এক ৯ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গত ৪ মে দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই শিশুটি প্রতিবেশী মেহজন ব্যাপারীর (৬৩) বাড়িতে তার নাতনিকে রেখে আসতে যায়। এ সময় মেহজন ব্যাপারী ঘরে ঢুকে দরজা বন্ধ করে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে শিশুটির চিৎকারে অভিযুক্ত মেহজন ব্যাপারী দরজা খুলে দেন এবং ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ি ফিরে তার বাবা-মাকে বিস্তারিত ঘটনা জানায়। এরপর শিশুটির বাবা গত রাতে হাইমচর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত মেহজন ব্যাপারীকে আটক করে। শিশুটির বাবা অভিযুক্ত মেহজন ব্যাপারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় অভিযুক্ত মেহজন ব্যাপারীকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”