হাইমচর(চাঁদপুর) প্রতিনিধি:
হাইমচর আইডিয়াল স্কুলের ২০২৫ শিক্ষাবর্ষে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ই জানুয়ারি) সকল ১০টায় হাইমচর আইডিয়াল স্কুলের মাঠে নতুন এবং পুরাতন অধ্যয়নরত শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গন্ডামারা এবিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধক্ষ্য মাওলানা আব্দুর রহমান হামিদী।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই এই বিদ্যালয়টির কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও বিদ্যালয়ের জেনারেল শিক্ষা ও ধর্মীয় শিক্ষা উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ব্যতিক্রমী বলে মন্তব্য করেন। ২০২৪ শিক্ষাবর্ষে ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের দু’জন মেধাবী শিক্ষার্থী উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তিতে কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে বিদ্যালয়ের সত্যাধিকারী তাজুল ইসলাম ভূইয়াকে ধন্যবাদ জানান। পাশাপাশি এই বিদ্যালয়টিতে পবিত্র কুরআনের আলোকে এগিয়ে নিয়ে আহবান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার ও হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের খতি মাওলানা জুলফিকার হাসান মুরাদ, হাইমচর প্রেসক্লাব আহবায়ক ফারুকুল ইসলাম, দক্ষিণ আলগী ইব্রাহিম ভূইয়া বাড়ি মসজিদের খতিব মাওলানা ওসমান গনি সালেহী।
এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।