
হাজীগঞ্জে ১২৬ বোতল বিদেশি মদ উদ্ধার, পলাতক ১
হাজীগঞ্জে (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে। গতকাল ৭ জুলাই রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার পাটোয়ারী ভিলার নিচতলার একটি ভাড়া করা গোডাউন থেকে ১২৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিবের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মুকুর চাকমার নেতৃত্বে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ও এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল আলমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ম্যাজিক মোমেন্ট গ্রেইন ভদকা, এসি ব্ল্যাক হুইস্কি, রয়্যাল গ্রীন হুইস্কি, রয়্যাল স্ট্যাগ হুইস্কি, ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি, আইকনিক হোয়াইট হুইস্কি, রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি এবং সিগনেচার হুইস্কি।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী সুবেদ চন্দ্র পাল (পিতা- রবীন্দ্র চন্দ্র পাল) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।