
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘জাতীয় সমাবেশ’ সফল করতে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকার মগবাজার আলফালাহ মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মাওলানা আব্দুল হালিম বলেন, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার কার্যক্রম, গণসংযোগ এবং জেলা থেকে তৃণমূল পর্যন্ত দলীয় কর্মী ও সাধারণ মানুষকে সংগঠিত করার উপর জোর দেন। তিনি আরও বলেন, গত ১৮ বছরে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা, শত শত নেতাকর্মীদের গুম, খুন ও নানা নির্যাতন চালিয়েও জামায়াতের আদর্শিক আন্দোলনকে থামানো যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।