
৬ দফা দাবিতে হাইমচরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
নিয়োগ বিধি সংশোধন, বেতন স্কেলে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখা-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে।
১ অক্টোবর তারিখ থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ই.পি.আই) সহ আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন এবং তৃণমূল পর্যায়ে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্জিত হয়েছে। এতে উপজেলার সাধারণ মানুষ, বিশেষ করে মা ও শিশুরা নিয়মিত টিকাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ তৃণমূল পর্যায়ে কর্মরত এই স্বাস্থ্যকর্মীদের মূল দাবিগুলো হলো নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং সুবিধা, ১৪তম গ্রেডে আপগ্রেডেশন, শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডে স্নাতক সংযোজন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়ন।
রবিবার সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে তারা এই ন্যায্য দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসলেও বারবার কেবল আশ্বাস পেয়েছেন, কিন্তু কোনো বাস্তবায়ন দেখেননি।
সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের ছয় দফা দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে এবং সকল প্রকার টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ থাকবে। দ্রুত সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে তাদের দাবি পূরণের আহ্বান জানিয়েছেন তারা।
দেশের অন্যান্য উপজেলার মতো হাইমচরেও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা, বিশেষ করে নিয়মিত টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।