
একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল ইসলাম।
স্টাফ রিপোর্টারঃ
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে ‘একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে’। তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ‘২৪ জুলাই-আগস্টের’ আন্দোলন দুটিই গুরুত্বপূর্ণ এবং এই দুটিই বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, যা দেশের আত্মাকে ধ্বংস করে দেবে।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে যারা দেশ শাসন করেছেন তারা জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে এবং প্রায় ৮৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খানসহ দলের অন্যান্য নেতা এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিগণ।