
তরুণ কণ্ঠ সমাজে অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারে আদিলুর রহমান খান।
ডেক্স রিপোর্টঃ
শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, তরুণ কণ্ঠ সমাজে অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই বিপ্লব পরিষদ কর্তৃক আয়োজিত ‘জুলাই থ্রু ইওর আইজ’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আদিলুর রহমান খান এই ধরনের সময়োপযোগী এবং চিন্তাশীল অনুষ্ঠান আয়োজনের জন্য জুলাই বিপ্লব পরিষদকে ধন্যবাদ জানান।
যাত্রাবাড়ীতে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সংগঠন, জুলাই বিপ্লব পরিষদ, এই প্রতিযোগিতার আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিক্ষার্থী এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতাটি তিনটি বিভাগে বিভক্ত ছিল:
- বিভাগ ক: ‘যাত্রাবাড়ীর জুলাই’
- বিভাগ খ: ‘জুলাইয়ের স্বপ্ন’
- বিভাগ গ: ‘রাজ্য সংস্কারে জুলাইয়ের আকাঙ্ক্ষা’
বিভিন্ন শিক্ষা স্তরের শিক্ষার্থীরা এসব বিষয়ে প্রবন্ধ জমা দেয়। প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে মোট ৩০ জন বিজয়ীকে নির্বাচিত করা হয়।
প্রথম পুরস্কার বিজয়ীদের ল্যাপটপ, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের বন্ড প্রদান করা হয়। চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের স্মারক ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও, সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট এবং শিক্ষামূলক উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক দলের (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তিনি বলেন, “শিক্ষার্থী এবং জনগণ ছাড়া কোনো আন্দোলনের ভিত্তি শক্তিশালী হয় না এবং তাদের ছাড়া আন্দোলন তার দিক হারিয়ে ফেলে।”
অনুষ্ঠানে জুলাই বিপ্লব পরিষদের আহ্বায়ক সৌরভ হোসেন ফাহিম, সদস্য সচিব মোতাশ্বের তানভীর, মুখপাত্র স্বাধীন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া, দুটি সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র জোট বাংলাদেশ (PUSAB) এবং জুলাই বিপ্লবী জোট (JRA)-কে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের উপর তার কাজের জন্য পরিচিত কবি পলিয়ার ওয়াহিদ এবং দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ইয়াসির আরাফাতকেও বিশেষ সম্মাননা হিসেবে স্মারক ক্রেস্ট দেওয়া হয়।