
চান্দ্রা বাজার নুরীয়া ফাজিল মাদ্রাসার আলেম শিক্ষার্থীদের নবীনবরণ
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদর দক্ষিণের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার নুরীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার আজীবন দাতা সদস্য ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন খাঁন। তিনি তার বক্তব্যে বলেন, “একটা সময় ছাত্র-ছাত্রীদের এভাবে বরণ করে নেওয়া হতো না। বর্তমানে শিক্ষার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তোমরাই দেশের ভবিষ্যৎ। এই সময়টাতে তোমাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলে দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দিবে।”
মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সভাপতিত্বে এবং প্রভাষক এস এম আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট আব্দুল কাদের খান এবং মাদ্রাসার সদস্য তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান শাহীন এবং মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ সালাহউদ্দিন চাঁদপুরি।
অনুষ্ঠানে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও, সালেহা ওয়াদুদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। একইসাথে ২০২৫-২৬ সেশনের আলিম প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদেরকে পাঠ্যবই উপহার দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ও সমাজসেবক খোরশেদ আলম মিন্টু শেখ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ফয়েজ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।