নিজস্ব প্রতিবেদকঃ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলার আদর্শ শিশু নিকেতন স্কুল হলরুমে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এবং সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিএনপি’র দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামাদল, শ্রমিক দল, মৎস্যজীবী দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।