
চাঁদপুর লঞ্চঘাটে দেড় হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরে ১ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম নূরুল আমিন (২৬)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর লঞ্চঘাটের ২ নম্বর পল্টুন থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম.এস. ইকবালের নির্দেশে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আটককৃত নূরুল আমিনের প্যান্টের বাম পকেটে কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ হাজার ৫৩০ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬ হাজার টাকা। অভিযানে চাঁদপুর নৌ থানার এসআই আবুল হাশেম, কনস্টেবল বিপ্লব ও খালেদ উপস্থিত ছিলেন।
চাঁদপুর নৌ থানার ওসি এ.কে.এম.এস. ইকবাল জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আটককৃত নূরুল আমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।