
শরীয়তপুরে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার সখিপুর থানার বালারহাটের চুরিরচর গ্রামে পুকুরে ডুবে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সামছুল প্রধানিয়া (৬৫)। তিনি ওই গ্রামের মৃত কাসিম প্রধানিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে।
জানা গেছে, দুপুরে সামছুল প্রধানিয়া তার বাড়ির পুকুরে কিছু লোকজনের সঙ্গে বাঁশ দিয়ে কাজ করছিলেন। হঠাৎ করে আনুমানিক দেড়টার দিকে তিনি অসুস্থ হয়ে পুকুরের পানিতে পড়ে যান। সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য একটি স্পিডবোটযোগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সামছুল প্রধানিয়াকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।