
হাইমচরে নারীর ক্ষমতায়নে 'স্বপ্ন' প্রকল্পের পিয়ার লার্নিং সেশন অনুষ্ঠিত।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
স্থানীয় সরকার সেবায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে হাইমচরে ‘স্বপ্ন’ প্রকল্পের আওতায় একটি পিয়ার লার্নিং সেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) সহযোগী সংস্থার বাস্তবায়নে এবং উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন -২য় পর্যায়) প্রকল্পের অংশ হিসেবে এই আয়োজন সম্পন্ন হয়।
হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। তিনি তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্বপ্ন প্রকল্পের হাইমচর উপজেলা প্রজেক্ট অফিসার মাসুম বিল্লাহ।
কর্মশালায় ‘স্বপ্ন’ প্রকল্পের সুবিধাভোগী নারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সাফল্যের গল্প তুলে ধরেন। পিয়ার লার্নিং সেশনের মাধ্যমে তাঁরা একে অপরের কাছ থেকে শিখতে ও অনুপ্রাণিত হতে পারেন, যা তাঁদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।