
ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বিতর্ক খুবই প্রয়োজন: ইউএনও অমিত রায়।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
‘যুক্তির মশালে মুছে যাক আঁধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চল হাইমচর উপজেলায় হাইমচর বিতর্ক একাডেমি তাদের ২য় আন্তঃ স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর সফল সমাপ্তি টেনেছে। শিক্ষার্থীদের মেধা ও যুক্তির বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যা স্থানীয় শিক্ষাঙ্গনে ব্যাপক সাড়া ফেলে।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের হলরুমে এক বৃহত্তর পরিসরে ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন এবং হাইমচর বিতর্ক একাডেমির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, “বিতর্ক প্রত্যেকটি ক্ষেত্রেই প্রয়োজন। বিতর্ক শুধুমাত্র মঞ্চে এসে কথা বলা বা পুরস্কার পাওয়ার বিষয় নয়। আপনার চিন্তাভাবনা থাকতে হবে বিতর্ক আপনার ক্যারিয়ার, আপনার পড়াশোনার জন্য খুবই প্রয়োজন। তাই যারা এখনো অংশগ্রহণ করনি, ভবিষ্যতে অংশগ্রহণ করে নিজেকে গড়ে তুলবে।”হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমির উপদেষ্টা মোহাম্মদ মাকসুদ আলম শুভ, মো মাহবুবুর রহমান এবং আব্দুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। মাধ্যমিক পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত হয় দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ এবং আদর্শ শিশু নিকেতন স্কুলের মধ্যে। এতে দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে জমজমাট বিতর্কে অংশ নেয় হাইমচর সরকারি মহাবিদ্যালয় ও মোয়াজ্জেম হোসেন কলেজের শিক্ষার্থীরা। এতে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।
অনুষ্ঠানে হাইমচর বিতর্ক একাডেমির সভাপতি মো. নূরে আলম ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমরু এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ সহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাইমচর বিতর্ক একাডেমির সদস্য আইনুল হাসান।
বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন মতলব আছলছিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোহাম্মদ হানিফ, সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিন, সোহরাওয়ার্দী কলেজ বিতর্ক ক্লাব সিনিয়র সহ-সভাপতি ফাহিমুল ইসলাম।
শেষে, বিজয়ী ও পরাজিত উভয় দলের শিক্ষার্থীদের হাতে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হাইমচর বিতর্ক একাডেমি প্রতিষ্ঠার শুরু থেকেই স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিতভাবে এমন প্রতিযোগিতা আয়োজন করে আসছে।