
হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
হাইমচর উপজেলায় হাইমচর আইডিয়াল স্কুলে শিক্ষার মানোন্নয়ন, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সম্মানি প্রদান উপলক্ষে এক অভিভাবক/মা সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের এই শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশটি আয়োজিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান।
সমাবেশে শিক্ষার মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং ৩নং দক্ষিণ আলগি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সম্মানি প্রদান। অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মানির অর্থ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। এছাড়াও, সমাবেশের অংশ হিসেবে একটি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।