নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর বিরুদ্ধে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা খারিজ করে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর ) দুপুরে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন। শুনানি শেষে তাকে অব্যাহতি দিয়ে মামলা খারিজ করে দেন বিচারক মোহাম্মদ জহিরুল কবির।
সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করেন মাজহারুল ইসলাম শফিক। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে মামলাটি খারিজ করে তাকে খালাস দেন বিচারক মোহাম্মদ জহিরুল কবির।
২০২৩ সালে ৩ এপ্রিল হাইমচর থানায় শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে স্থানীয় যুবলীগ কর্মী খাদেমুল ইসলাম মিসু বাদী হয়ে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সিরাজুল ইসলাম।