
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাঁঠালিয়ায় পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি।
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে উদ্যোগ নিল পূবালী ব্যাংক পিএলসি, কাঁঠালিয়া শাখা। সম্প্রতি তাদের উদ্যোগে ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
উপজেলার জোরপোল আশ্রয়ণ প্রকল্প, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সরকারি-বেসরকারি দপ্তরের সামনের চত্বরসহ একাধিক স্থানে মোট ১০০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, এবং পূবালী ব্যাংক কাঁঠালিয়া শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অপরিহার্য গুরুত্ব তুলে ধরেন। একই সাথে রোপণ করা গাছের চারাগুলোর নিয়মিত পরিচর্যা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব থেকে প্রকৃতিকে বাঁচাতে এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা প্রয়োজন বলেও বক্তারা মত প্রকাশ করেন।