নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির ও সকল অঙ্গসংগঠনের পুর্নাঙ্গ কমিটির সমম্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে ২নং উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের যৌথ সভায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাসন ভূইয়া এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল।
বিজ্ঞাপন
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, সাধারণ সম্পাদক নজির দেওয়ান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, যুগ্ন আহবায়ক মোঃ সোলাইমান মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, আলগী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ স্বপন বেপারী, আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আলি আকবর টেলু প্রমুখ।
এসময় ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মালেকুর রহমান দিপু, বিএনপির নেতা কালাম পাটওয়ারী, মোক্তার আহমেদ পাটওয়ারী, মোঃ স্বপন পাটওয়ারী, মামুন পাটওয়ারীসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।