
হাইমচরে যৌথ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ আটক।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে তালিকাভুক্ত এক চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার উপজেলার চরভাঙ্গা এলাকা থেকে দুপুর ২টায় মোঃ ভাসানী (৩২) নামের ওই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুরে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর ধারাবাহিকতায় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে তালিকাভুক্ত অপরাধী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে চরভাঙ্গা এলাকা থেকে চাঁদাবাজ মোঃ ভাসানীকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে নগদ ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতারকৃত চাঁদাবাজ এবং উদ্ধারকৃত টাকা হাইমচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এই অভিযান চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।