নিজস্ব প্রতিবেদক:
আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার ২০২৪ইং সনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১টার সময় শেষ হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১৩ টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহন করেন।
বৃত্তি পরীক্ষায় পরিদর্শনে আসেন হাইমচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ.কে. এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সভাপতি ও হাইমচর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাইমচর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাফেজ, সাংগঠনিক সম্পাদক ছোট লক্ষ্মীপুর আলীমুন্নেছা মডেল স্কুল প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসাইন সাদ্দাম।
বিজ্ঞাপন
পরিক্ষা কেন্দ্রের হল সুপারের দায়িত্বে ছিলেন আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন এম জে এস কে এস বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ লোকমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ১৩ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও সকল প্রতিষ্ঠানের প্রধানগন।
পরিক্ষায় মোট ৫০৪ জন শিক্ষার্থী নিয়ে ১৩ টি কিন্ডারগার্টেন স্কুল অংশ গ্রহণ করে।
পরীক্ষায় অংশ গ্রহণ কারী প্রতিষ্ঠান হলো, আদর্শ শিশু নিকেতন স্কুল, হাইমচর আইডিয়াল স্কুল, জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন, হাইমচর মডেল স্কুল, হাইমচর কিন্ডারগার্টেন, মা কচি কাঁচা কিন্ডারগার্টেন, ছোট লক্ষীপুর আইডিয়াল মডেল স্কুল, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল, সাহ্ সুফি আদর্শ একাডেমি, এম জে এস কে এস বিদ্যা নিকেতন, মর্ডান শিশু একাডেমি, বর্ণমালা একাডেমি, নেকসা মডেল স্কুল।