
প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার নির্দেশ তারেক রহমানের
স্টাফ রিপোর্টারঃ
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গত রোববার (সময়টা নিউইয়র্কে) তিনি মোবাইল ফোনে নিউইয়র্ক বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় এই নির্দেশনা দেন।
যুক্তরাষ্ট্রের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, প্রার্থীদের মতো করে ঘরে ঘরে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের ন্যাশনাল আইডি (এনআইডি) কার্ড করার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে, তাদের বোঝাতে হবে যেন তারা ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেন। তিনি এই প্রসঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, “আপনাদের মনে রাখতে হবে অন্যারাও কিন্তু বসে থাকবে না।”
এ সময় লাইভ অডিওতে যুক্ত নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আশ্বস্ত করেন যে তাঁর নির্দেশমতো কানাডাসহ উত্তর আমেরিকার প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সংযুক্ত করে ভোটার এবং তালিকা তৈরির কাজ শুরু করবেন।
জবাবে তারেক রহমান জোর দিয়ে বলেন, শুধু নির্দেশ দিলেই হবে না। তিনি কাজের হিসাব রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কাকে, কোন এলাকায় দায়িত্ব দেয়া হয়েছে, কে কতজনকে এনলিস্ট করেছে, কতজন ভোটার তৈরি করেছে, সেগুলোর হিসাবটা থাকতে হবে।”
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর সময় এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। তারেক রহমান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন এবং পরে লাউড স্পিকারে তাঁর নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন অন্যান্য নেতাকর্মীরা।