
হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি স্বরূপ মুহুরী।
হাইমচর (চাঁদপুর):
চাঁদপুরের হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরীকে বদলি করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ভূমি অফিসে একই পদে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনটি সই করেন চট্টগ্রাম সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস এম অনীক চৌধুরী। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বদলির আদেশ দিয়েছে।
৩৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা স্বরূপ মুহুরী চলতি বছরের ৭ মে হাইমচর উপজেলা ভূমি অফিসে যোগদান করেছিলেন। তার নিজ জেলা চট্টগ্রাম। স্বল্প সময়ের কর্মকালে তিনি হাইমচরের ভূমি ব্যবস্থাপনায় অবদান রাখেন।
এই বদলির ফলে হাইমচর উপজেলা ভূমি অফিসে শীঘ্রই নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান করবেন।