আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় চাঁদাবাজদের চাহিদামত টাকা দিতে না পারায় ইরি ব্লকের সেচ পাস্পসহ পাইপ নিয়ে যায় চাঁদাবাজরা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের দীর্ঘ ১০ বছর ধরে কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়ে ব্লক করে আসছে ইজাবুল মিয়া নামে এক ব্যক্তি। চলতি বছর ব্লক করার জন্য ইজাবুল মিয়াকে কৃষকরা ষ্ট্যাম্পে লিখিত দেন। তারপরে সে ড্রেনের আগাছা পরিস্কারসহ ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাস্প স্থাপন করেন। ওই ব্লক করতে হলে চাঁদাবাজ ইউনুস মিয়া, মিরাজুল ইসলাম, সেকেন্দার খাঁ ১০-১২জনের একটি দলকে ৩০ হাজার টাকা চাঁদা দিতে হবে। তাদের চাহিদামত টাকা দিতে না পারায় চাঁদাবাজরা ওই ব্লকের সেচ পাস্প ২৫ নভেম্বর রাতে নিয়ে যায় এবং বাড়ি গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করে।
এঘটনায় ইজাবুল মিয়া বাদী হয়ে ২৬ নভেম্বর দুপুরে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
এব্যাপারে ইউনুস মিয়া চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমাদের সাথে ব্লক নিয়ে বিরোধ রয়েছে। একারনে আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে।
এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ঘটনা স্থলে কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।