
ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া প্রেসক্লাব-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ (০৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ১১ সদস্যের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার, সহ-সভাপতি মো. আল আমিন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, মনসিতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, কাঁঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মো. শামীম আহমেদ, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম, চেঁচরী রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহেল জমদ্দার, সামাজিক আন্দোলন কাঁঠালিয়ার সভাপতি অমিত হাসান তুহিন সিকদার, এবং কাঁঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আজিম সিকদার।
এছাড়াও সাংবাদিক মো. মাছুম বিল্লাহ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।