
২৪ জেলে আটক: চাঁদপুর মা ইলিশ রক্ষা অভিযানে কঠোর প্রশাসন
স্টাফ রিপোর্টার:
মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে চাঁদপুরে জাটকা ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ২৪ জন জেলেকে আটক করেছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার এলাকায় পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং বাকি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক (শিশু)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান অপ্রাপ্তবয়স্ক জেলেদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে।
চাঁদপুর নৌ থানার এসআই আব্দুল মান্নান জানান, আজ ভোরে মিনি কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়।
এদিকে, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. ইকবাল নিশ্চিত করেছেন যে, আটক প্রাপ্তবয়স্ক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, বর্তমানে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে সরকার নির্ধারিত সময় পর্যন্ত চাঁদপুরে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিনই বিভিন্ন এলাকায় কঠোর অভিযান পরিচালনা করছে। প্রশাসনের হুঁশিয়ারি সত্ত্বেও কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের চেষ্টা করছে।