
মতলব দক্ষিণে "জাতীয় কন্যাশিশু দিবস" পালিত
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, “আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে গড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে দশটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমজাদ হোসেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আমজাদ হোসেন বলেন, “কন্যা শিশুরা যাতে বৈষম্যের শিকার না হয় সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে।” তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান, যাতে কন্যাশিশুরা সমাজে নিজেদের ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি আরও বলেন, প্রতিটি কন্যাশিশু যেন নিরাপদে থাকে এবং কোনো ধরণের বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। ইউএনও কন্যাশিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি সকলকে দিবসের প্রতিপাদ্যটি মনে, প্রাণে ও বুকে ধারণ করার কথা বলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশা রানী সরকারের পরিচালনায় সভায় বক্তারা নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার মাসুদ আলম, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, মতলব পৌরসভার প্রধান নির্বাহী মোঃ সাইফুর রহমান, মতলব দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আউয়াল, মতলব প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ।
এছাড়াও, মতলব সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিশরাত জাহান নিশি ও শশি রাণী পাল ইভা, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাকওয়া এবং মেহের নিগার মুন্নী কন্যাশিশুদের পক্ষ থেকে তাদের ভাবনা তুলে ধরেন। পবিত্র কোরআন তিলাওয়াত করে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নাবিলা এবং গীতা পাঠ করে বর্ষা বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং আলোচনার ফাঁকে ফাঁকে ক্ষুদে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে।