হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা (নিবন্ধন নং- ঢ- ০৯৯৬৭) ১৫ মার্চ, শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস মিলনায়তনে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সমিতির অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন রাজীবের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এজেডএম আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সমিতির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ ড. মো: শাহাদাৎ হোসেন, সহ সভাপতি মো: মাহবুব উল আলম, সহ সভাপতি নিবাস চন্দ্র মাঝি, সহ সভাপতি আবদুল আউয়াল, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুল মালেক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর রহিম ও সহ সভাপতি মোখলেছুর রহমান পাটোয়ারী।
এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউিদ্দন বাবলু, নুরুল ইসলাম, আশুতোষ দাস দেওয়ান, আহমেদ আলী।
সমিতির অফিস সম্পাদক আমিন মিয়া ও অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন রাজীব সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
সভাপতি এজেডএম আজিজুর রহমানের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় এবং এরপর সকলে একসাথে ইফতার করেন।