মাসুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ কাওসার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মোঃ আক্কাস সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম আলিম মুন্সি, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম টুটুল, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আল আমিন তালুকদার এবং দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক অলোক সাহা-সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মোঃ কাওসার হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের এই সুন্দর আয়োজন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।” অন্যান্য অতিথিরাও তাদের বক্তব্যে প্রেসক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।