হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলা যুব বিভাগের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুল কাদের নাঈমের সঞ্চালনায় এবং মুহাম্মদ সালাউদ্দিন রুমির সভাপতিত্বে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান আশরাফী, উপজেলা যুব বিভাগের তত্ত্বাবধায়ক ২নং উত্তর আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা যুব বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ।
এসময় হাইমচর উপজেলার সকল ইউনিয়ন-ওয়ার্ডের সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হোসাইন বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। এ মাসে আমাদের সকলকে কুরআন তেলাওয়াতের পাশাপাশি কুরআন অধ্যয়নে অনেক বেশি সময় দেয়া জরুরি। তিনি বলেন, কুরআনের অর্থ না বুঝে শুধু তেলওয়াত করেই কুরআনের পূর্ণাঙ্গ হক আদায় সম্ভব নয়। তাই সকলেই কুরআন অধ্যয়নে গুরুত্ব দিতে হবে।
তিনি যুবকদের উদ্দেশ্য করে বলেন, এ সমাজকে ইনসাফপূর্ণ সমাজে পরিনত করতে হলে যুবকদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। রাসূল (সাঃ) এর সাহাবিদের সকল নৈতিক গুণাবলী অনুসরণ করে নিজেদেরকে মানবীয় বৈশিষ্ট্যের অধিকারী করে সমাজের জন্য যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান উপজেলা আমির।