মাসুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে চিহ্নিত মাদক কারবারি হাবীব ওরফে ‘গুডি হাবি’কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নলছিটি উপজেলার বিসিক শিল্পনগরীর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে এলাকার সর্বস্তরের জনগণ।
উপজেলার ঢাপড়, লক্ষণকাঠী, রূপচন্দ্রপুর ও ভেরবপাশাযশ গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি হাবীব ওরফে গুডি হাবি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রাজত্ব কায়েম করে আসছে। বিভিন্ন সময় পুলিশ তাকে গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক কারবারে যুক্ত হয়। এতে এলাকার কিশোর ও যুব সমাজ হুমকির মুখে পড়েছে। তাই হাবীবসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল করেন।