
'তরুণদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক' স্লোগানে হাজীগঞ্জে মতবিনিময় সভা।
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘তরুণদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগানকে সামনে রেখে রবিবার (১২ অক্টোবর) দুপুরে পৌর ১২ নং জিয়া নগর কবির হাজী বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের হাতে প্রথম ভোট ধানের শীষে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।” তিনি আরও বলেন, বিএনপি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এই দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।
সভায় উপস্থিত তরুণ ভোটাররা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন-সংগ্রামে নিজেদের সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের মধ্যে এক উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে, যা আগামী নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।