হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
হাইমচর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশলী সাইফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে শিক্ষকতাকে একটি মহান পেশা হিসেবে উল্লেখ করেন এবং আদর্শ শিক্ষকরাই জাতিকে পরিবর্তন করতে পারেন বলে মত প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আহসানুল হক সিরাজী, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নান, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি হাইমচর শাখার ডিজিএম হাফিজুর রহমান, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি ও প্রধান শিক্ষক ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির হোসেন এবং হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।