ডেক্স রিপোর্ট:
ঢাকা সেনানিবাসে অবস্থিত ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল (২৫ মার্চ ২০২৫) আয়োজিত এই অনুষ্ঠানে ৭২ জন আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধারা জাতির গর্ব। তরুণ প্রজন্ম এই আন্দোলনের মাধ্যমে ন্যায়সঙ্গত দাবি আদায়ের অনুপ্রেরণা পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা এই যোদ্ধাদের স্বপ্ন পূরণে পাশে থেকেছে।
সেনাপ্রধান আরও বলেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র বুকে ধারণ করে সেনাবাহিনী দেশের কল্যাণে কাজ করে যাবে। দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতা ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাদের পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।